বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ফানুস থেকে সাবধান

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

বর্তমানে যেকোনো উৎসব উদযাপনে ফানুস উড়ানো হচ্ছে। গ্রাম থেকে শহর সবখানেই ফানুস উড়ানো হয়। ফানুস উড়ানো কিছুটা আনন্দের হলেও, এটা বিপদ্দজনকও। ফানুসের আগুন অনেকসময় দাবানলে পরিণত হয়ে উঠে। ফানুস উড়ার সময় সেটাতে আগুন লেগে গিয়ে তা কোনো বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালা বা দরজা দিয়ে ঘরে ঢুকে পরার আশঙ্কা থাকে। আর এতে ঘটে যায় মহাবিপদ। ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে এবার রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্থানে ব্যাপক অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আর এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। তাই পুনরায় ফানুস উড়ানোর পূর্বে আমরা সকলেই যেন সর্বোচ্চ সতর্ক থাকি।
ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন