রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কমার্শিয়াল সিনেমায় বেশি অনুদান দেয়া উচিত-আলমগীর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আগামী ২৪ জুন চলচ্চিত্র অভিনয়ে ৫০ বছরে পা দেবেন চিত্রনায়ক আলমগীর। সম্প্রতি তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছরপূর্তি উৎসবে আসেন। সেখানে সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, সিনেমা শিল্পকে বাঁচাতে কমার্শিয়াল সিনেমায় বেশি অনুদান দিতে হবে। ভালো চিত্রনাট্য দিয়ে ভালো সিনেমা হয় না। একমাত্র ভালো পরিচালক ভালো সিনেমা নির্মাণ করতে পারে। সরকারী অনুদানে চিত্রনাট্য দেখে অনুদান দেয়া হয়। এতে ভালো সিনেমা নির্মিত হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই ভবিষ্যতে সরকারি অনুদান প্রদানের জন্য ভালো পরিচালকদের বিবেচনা করে অনুদান প্রদান করা দেয়া উচিত। আলমগীর বলেন, দর্শকদের হলে আনতে হলে ভালো সিনেমার বিকল্প নেই। যে সিনেমা দর্শক দেখে সেটাই হচ্ছে ভালো সিনেমা। যে সিনেমা হলে চলার পর দর্শক টানতে পারে না এই নাজুক সময়ে সেসব সিনেমার আপাতত প্রয়োজন নেই। এ জন্য বেশি বেশি কমার্শিয়াল সিনেমা অনুদান প্রদানের জন্য সরকার ও অনুদান কমিটির দৃষ্টি আকর্ষণ করেন চিত্রনায়ক আলমগীর। তিনি বলেন, আমাদের দেশে হাতে গোনা ৩০-৪০ জন ভালো পরিচালক আছে। ৩ বছরের পরিকল্পনা নিয়ে ১০জন পরিচালককে একটি করে সিনেমা দেয়া উচিত এবং সেই সিনেমার মালিক এফডিসি হলে তো সমস্যা নেই। তিনি বলেন, অনেক বছর আগে এফডিসি সিনেমা প্রযোজনা করতো। চলচ্চিত্রের এই ক্রান্তিকালে আবারও এফডিসি’র প্রযোজনায় সিনেমা নির্মাণ হওয়া উচিত। তিনি বলেন, সিনেমা হল মালিকদের বলা হচ্ছে, ১০ কোটি করে টাকা লোন দেয়া হবে। কিন্তু তারা নড়েচড়ে বসছেন না। কারণ, তাদের কাছে সিনেমা কোথায়? অনুদান দিয়ে যেসব সিনেমা হচ্ছে, সেগুলো চালাতে তারা ভয় পাচ্ছে। আলমগীর বলেন, আগামী ২৪ জুন চলচ্চিত্রে আমার অভিজ্ঞতা ৫০ বছর। আমি এখন সিনেমা না করলেও ৫০ বছরের সেই অভিজ্ঞতা চলচ্চিত্রের উন্নতিতে দিতে পারি। অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেইনি। কাজেই আমার অভিজ্ঞতা চলচ্চিত্রের ভালোর জন্য কাজে চালানোর জন্য সরকারের কাছে সুযোগ চাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন