শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আর্মেনিয়ায় তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

আর্মেনিয়ায় জনসাধারণের কাছে বিক্রির জন্য সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্য (ইলেকট্রিক সিগারেটসহ) সাজিয়ে রাখা নিষেধ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হয়েছে। ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টির আইন প্রণেতা এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী আরসেন তোরোসিয়ান এক বিবৃতিতে বলেছেন, এই আইনটি ২০২০ সালের শুরুর দিকে ধূমপান থেকে স্বাস্থ্যের ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার লক্ষ্যে একটি পদক্ষেপ হিসেবে সংসদে পাস হয়েছে। তোরোসিয়ান বলেছেন, এই প্রবিধানগুলোর সম্পূর্ণ বাস্তবায়ন ধীরে ধীরে আমাদের দেশে তামাকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। সেটা আমাদের জনসংখ্যার স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। তিনি আরো বলেন, সুস্থ সমাজ ছাড়া শক্তিশালী অর্থনীতি গড়ে উঠতে পারে না। সে কারণে খুচরা বিক্রেতা থেকে শুরু করে রেস্টুরেন্টে সিগারেটসহ তামাকজাত পণ্য প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আরমেন প্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন