শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শীত-কুয়াশায় বেড়েছে ভোগান্তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

পৌষ মাসের তৃতীয় সপ্তাহ অতিবাহিত হয়েছে। সেই সাথে শীত ও কুয়াশায় ভোগান্তি বেড়ে গেছে। দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় উত্তরের হিমেল কনকনে হাওয়ার সাথে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এর পাশাপাশি বিস্তার লাভ করেছে কুয়াশা। গ্রাম-জনপদের কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়ছে দুপুর অবধি।
কুয়াশার কারণে সড়ক-মহাসড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সর্ব-উত্তরের জনপদ পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা আরও হ্রাস পেয়ে দাঁড়ায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকায়ও শীতের প্রকোপ বাড়িয়ে তাপমাত্রা নেমে গেছে ১৩.৩ ডিগ্রিতে।

আবহাওয়া বিভাগ পূর্বাভাসে জানায়, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা এই সাতটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প ও মেঘের কারণে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ কমে আসতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু কিছু জায়গায় কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহে ‘শীত নামানো’ বিক্ষিপ্ত অকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা আরো হ্রাস পেয়ে দাঁড়ায় সর্বোচ্চ ২৩.৮ ও সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সে.। চট্টগ্রামে যথাক্রমে ২৫.৫ ও ১৫.৪ ডিগ্রি সে.।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপরের ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ ভারতের বিহার ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন