বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় ৪ রোগী হাসপাতালে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন চারজন। তাদের মধ্যে ঢাকাতেই দুইজন ও ঢাকার বাইরের হাসপাতালে দুইজন ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৪৮ জন। তাদের ঢাকার সরকারি হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া চলতি বছরের ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি- বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন