শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বউ পিটিয়ে ভাইরাল ডা. মুরাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৫ পিএম

ইসলাম বিদ্বেষী, নায়িকাকে ধর্ষণের হুমকি এবং নারীর প্রতি অশোভন আচরণের কারণে প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও ভাইরাল হয়েছেন। তিনি স্ত্রী ডা. জাহানারা এহসানকে পিটিয়েছেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গতকাল তার বিরুদ্ধে ধানমÐি থানায় জিডি করা হয়। অতপর ফেসবুক, টুইটার, বøগে ভাইরাল হন। তাকে নিয়ে নেটিজনরা নানান মন্তব্য করছেন।

বিতর্কিত রাজনীতিক সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশের রাজনীতিতে বিতর্কিত চরিত্র। প্রতিমন্ত্রীর পদ হারিয়ে জনরোষ থেকে বাঁচতে গোপনে কানাডা চলে যান। কিন্তু কানাডা সরকার বিমানবন্দর থেকে ফেরত পাঠানোয় তিনি দুবাইয়ে প্রবেশের চেস্টা করেন। সেখানেও জায়গা না পেয়ে দেশে ফিরেছিলেন গত ১২ ডিসেম্বর। দেশে ফেরার পর ডা. মুরাদ আত্মগোপনে চলে যান। তিনি কোথায় আছেন, সেই তথ্য নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তার ফোনও বন্ধ ছিল। অবশেষে গতকাল তার সন্ধান পাওয়া গেছে। শুধু তাই নয়, নিজ বাসায় তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকিও দিয়ে প্রকাশ্যে চলে আসেন। সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। গতকাল বৃহস্পতিবার ধানমÐি মডেল থানায় ডা. জাহানারা এহসান বাদী হয়ে সাধারণ ডায়েরি করে স্বামী মুরাদের নির্যাতনের চিত্র সবিস্তারে বর্ণনা করেন।

মুরাদের নির্যাতনের বর্ণনা দিয়ে ধানমÐি থানায় করা জিডিতে জাহানারা এহসান বলেন, ১৯ বছরের বিবাহিত জীবনে তাদের ১৬ বছরের একটি মেয়ে এবং ১১ বছরের একটি ছেলে রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি কারণে অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করিয়া আসিতেছে। এবং হত্যার হুমকিও প্রদান করিয়া আসিতেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে মুরাদ আবারও ‘গালিগালাজ করে মারতে উদ্যত হলে’ ৯৯৯ এ ফোন করে সাহায্য চান জানিয়ে জাহানারা জিডিতে বলেছেন, ওই ফোন পেয়ে পুলিশ বাসায় গেছে তার স্বামী বাসা থেকে বেরিয়ে যান। এ অবস্থায় নিরাপত্তাহীনতার মধ্যে থাকার কথা তুলে ধরে তিনি লিখেছেন,মুরাদ যে কোনো সময় তার এবং তার সন্তানদের ‘ক্ষতি করতে পারেন’ বলে তিনি আশঙ্কা করছেন। মুরাদ হাসানের স্ত্রীও একজন চিকিৎসক।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি যে ধানমন্ডির বাসায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্যাতনের শিকার হচ্ছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। তিনি জানান, পরে আমি নিজে ফোর্সসহ ওই বাসায় যাই। এ সময় ডা. জাহানারা এহসান তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন।

ডা. মুরাদ হাসান তখন বাসায় ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন তিনি বাসায় ছিলেন না। পুলিশের এই কর্মকর্তা বলেন, মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা শারীরিক, মানসিক এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তার স্বামী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডির থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, বেলা ৩টার দিকে ৯৯৯ এ কল করে নির্যাতনের ওই অভিযোগ করেন জাহানারা। তার হাসবেন্ডের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এটা ডমেস্টিক ভায়োলেন্স। আমরা বিষয়টা দেখছি।

এর আগে এক চিত্রনায়িকাকে টেলিফোনে হুমকি আর অশালীন বক্তব্যের ভিডিও ফাঁস হলে গত ডিসেম্বরে প্রতিমন্ত্রীর পদ হারাতে হয় মুরাদ হাসানকে। জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় স্থানীয় এই এমপিকে। নানা নাটকীয়তার মধ্যে ৯ ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডায় কিংবা আরব আমিরাতে ঢুকতে না পেরে দুদিন পর তাকে ফের দেশে ফিরতে হয়। এরপর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। অনেকের ধারণা, ডা. মুরাদ আত্মগোপনে রয়েছেন। সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার বিরুদ্ধে দেশের জেলায় জেলায় মামলা হচ্ছে, অনেক জেলায় মামলা দায়েরের আবেদন করা হয়েছে। ঢাকায়ও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এসব কারণে হয়ত তিনি নিকেজে আপাতত আড়াল করে রেখেছেন।

জানা যায়, রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বর সড়কের ৩০/এ ভবনে সপরিবারে থাকতেন ডা. মুরাদ হাসান। ভবনটির চার তলায় তার বাসা, আর দ্বিতীয় তলায় অফিস। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর আগে তার বাসায় নেতাকর্মীদের আনাগোনা ছিল, কিন্তু এখন সুনসান নীরবতা। মুরাদ দেশত্যাগের পর পরিবারের সদস্যরা ওই বাসায়ই ছিলেন।
সূত্র বলছে, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে অপরিচিত একজনের গাড়িতে করে চলে যান ডা. মুরাদ। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি তার ধানমন্ডির নিজের বাসায় যাবেন। তবে তিনি সেখানে যাননি। পরে শোনা যায় তিনি তার এক ভাইয়ের বাসায় উত্তরায় চলে যান। সেখান থেকে গোপনেই ধানমন্ডি বাসায় যান তিনি। যাওয়ার পর থেকেই স্ত্রীর উপর নির্যাতন শুরু করেন। পরে গতকাল তার স্ত্রী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে নির্যাতনের বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
মোহাম্মদ দলিলুর রহমান ৭ জানুয়ারি, ২০২২, ৩:৩৫ এএম says : 0
মুরাদ ভাই আসসালামুআলাইকুম,ভাই আপনি আমার মতন বৌ পিটান আমি আপনি আমার পিয় বন্ধু কথা কইলে পিটান ,আমার বৌ আমি পিটাই মানুষ কি জন্য বলবেন,সবাই রাবিস।
Total Reply(0)
Md Riyad ৭ জানুয়ারি, ২০২২, ৬:৫৮ এএম says : 0
এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।দূরসময়ে কেউ পাশে থাকে না!!!
Total Reply(0)
MoHammed RuHel AhMed ৭ জানুয়ারি, ২০২২, ৬:৫৮ এএম says : 0
একজন চি‌কিৎসক তার স্বামীর বিরু‌দ্ধে শ‌রী‌রিক নির্যাতন ও প্রাণনা‌শের হুম‌কির অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন। বিষয়টি হা‌সিঠাট্টার নয়। খুব গুরুতর ও সং‌বেদনশীল। চি‌কিৎসক নারীর স্বামী ডা মুরাদ হাসান সা‌বেক প্রতিমন্ত্রী এবং বর্তমান এম‌পি। একজন চি‌কিৎসক কতটা সঙ্ক‌টে থাক‌লে তার স্বামীর বিরু‌দ্ধে মারধ‌রের অ‌ভি‌যোগ ক‌রেন, তা অনু‌মেয়। সুতরাং অ‌ভি‌যো‌গের গুরুত্ব অনুধাবন ক‌রে ভিক‌টিম‌কে নিরাপত্তা দেওয়া এবং অ‌ভিযু‌ক্তের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া জরু‌রি।
Total Reply(0)
Jannatul Ferdushi ৭ জানুয়ারি, ২০২২, ৬:৫৯ এএম says : 0
উনার মতোন বিকারগ্রস্ত লোকের সাথে সংসার করাই এক অত্যাচার..... পারিবারিক ঝামেলায় মহিলারা সব সময় চুপ থাকেন হয়ত এই আশায় সন্তানেরা কষ্ট পাবে কিছু সিদ্ধান্ত নিলে আবার সামাজিকতা ত আছেই। একজন পুরুষ ডাকাত হোক,খুনি হোক তাও তাকে কোন কারনে ক্ষমা করা যায়।কিন্তু চরিত্রহীন হলে? সেটার মেনে নেওয়ার না। একজন স্ত্রী তার চরিত্রহীন স্বামী কে কখনোই ভালোবাসতে পারবে না।।একজন সন্তান তার চরিত্রহীন বাবাকে ভালোবাসা ত দুরের কথা ওই লোকের প্রতি সম্মান ও কাজ করবে না।
Total Reply(0)
Maruf Ahmed ৭ জানুয়ারি, ২০২২, ৬:৫৯ এএম says : 0
বেচারা, লজ্জায় বাইরে যেতে পারছে না। দিন রাত ঘরে থাকলে বউয়ের সাথে ঝগড়া তো হবেই। এখন ঘর ছেড়ে বাইরে আসেন, সাধারণ মানুষের সাথে মিশেন, মানুষের সিমপ্যাথি পাবেন, মানুষ হবেন, বাকি জীবনটা সুন্দর হবে।
Total Reply(0)
MD Mubarak Hossain ৭ জানুয়ারি, ২০২২, ৬:৫৯ এএম says : 0
এমন একটা উন্মাদ কে সরকার প্রতিমন্ত্রী বানিয়েছিল,, এটা ভাবাও মুর্খতা
Total Reply(0)
Zakir Hossen ৭ জানুয়ারি, ২০২২, ৭:০০ এএম says : 0
এত অহংকার, এত ক্ষমতা কোথায় গেল? তওবা পড়ে সাধারণ মানুষের কাতারে চলে আসেন শান্তি পাবেন।
Total Reply(0)
Mainul Islam ৭ জানুয়ারি, ২০২২, ৭:০০ এএম says : 0
আল্লাহর পক্ষ হতে আযাব আসলে রেহাই নেই কারণ মানুষ যেকোনো একটা ধর্ম পালন করেন ধর্ম অবমাননা সৃষ্টি কর্তা পচ্ছন্দ করেন না
Total Reply(0)
তাসনীম সানীম ৭ জানুয়ারি, ২০২২, ৯:৫৮ এএম says : 0
এমন বিকারগস্থ লোককে সকল পদ থেকে অব্যহতি দিয়ে, রিহ্যাবে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় তার স্ত্রী এবং সন্তানরা কোন বড় রকমের অঘটনের শিকার হতে পারে।
Total Reply(0)
jack ali ৭ জানুয়ারি, ২০২২, ৫:১২ পিএম says : 0
সরকারি এই এই নর পিচাশ নরাধম কে সরকার বানিয়েছে এদের আছে হাজার হাজার গুন্ডাবাহিনী এরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন