বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘরের বাইরে এলেই আটকের হুমকি দুতের্তের

ফিলিপাইনে বাল্যবিবাহ নিষিদ্ধ : আইন ভাঙলে ১২ বছরের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

যারা কোভিড-১৯ এর টিকা নেননি, তারা যদি ঘরে থাকার নির্দেশ অমান্য করেন তাহলে তাদেরকে আটক করার হুমকি দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর বৃহস্পতিবার তিনি এ হুমকি দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দুতের্তে জানান, তিনি বিভিন্ন এলাকার নেতাদেরকে টিকা না নেওয়াদের উপর নজর রাখতে এবং তারা যেন ঘরের ভেতর থাকে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। “যদি ওই ব্যক্তি তা মানতে রাজি না হন, যদি তিনি ঘরের বাইরে যান, এলাকায় ঘুরে বেড়ান, তাহলে তাকে আটকানো হবে, যদি তিনি তাও না মানেন দায়িত্বপ্রাপ্তদেরকে অবাধ্য ওই ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে,” বলেছেন তিনি। বৃহস্পতিবার ফিলিপিন্সে ওমিক্রনে আক্রান্তসহ মোট ১৭ হাজার ২২০ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; ২৬ সেপ্টেম্বরের পর দেশটি আর কখনোই এত রোগী দেখেনি। যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ করেছে। এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নতুন আইনে স্বাক্ষর করার পর এটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। ওই আইন অনুসারে দোষীদের সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বিয়ের আয়োজকদেরও সমানভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আইনে আরো বলা হয়েছে, রাষ্ট্রের কাছে বাল্যবিবাহ শিশু নির্যাতনের সমান। কারণ এটি একজন শিশুর মূল্য ও মর্যাদা কমিয়ে দেয়। সরকারিভাবে জানানো হয়েছে, আইনটি নারী ও শিশু অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনের সঙ্গে মিল রেখে করা হয়েছে। এএফপি, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন