বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাইকে গুলি করে হত্যাচেষ্টা

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২২, ৯:৩০ পিএম

নাটোরের সিংড়ায় জমিজমা ও পারিবারি বিরোধে প্রকাশ্যে দিবালোকে ছোট ভাইকে গুলি করে হত্যাচেষ্টা করেছে বড় ভাই বুদা। উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ মাবিয়ার মোড় বাজারে এই ঘটনা ঘটে। বড় ভাই বুদা ও ছোট ভাই আপাল বিয়াশ চকপাড়ার মৃত রস্তম আলীর ছেলে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, র্দীঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। গত ২৬ডিসেম্বর স্থানীয় ইউপি নির্বাচনে বড় ভাই বুদা চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল কালামের ঘোড়া ও ছোট ভাই চেয়ারম্যান র্প্রাথী সিরাজুল মজিদ মামুনের নৌকার সর্মক হয়ে ভোট করায় এই বিরোধ আরও জোরালো হয়ে উঠে। এরই জের ধরে শুক্রবার (৭ডিসেম্বর) মাবিয়ার মোড় বাজার নামক স্থানে ছোট ভাই চা খেতে গেলে বড় ভাই বুদা দেশীয় অস্ত্র সহ অপরিচিত ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আপালকে টানা হেচরা করতে থাকে। পরে আপালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আপালকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায় বড় ভাই। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আপাল। ডাহিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, সন্ত্রাসী যেই হোক তার কোন ছাড় নাই। এই শান্তির্পুণ এলাকায় প্রকাশ্যে এমন ঘটনার তীব্র নিন্দা সহ সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি করেন তিনি। সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে বুদার বাড়ি তল্লাশী করা হয়েছে। অভিযুক্ত বুদা ও তার সহযোগিরা পলাতক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন