শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

শঙ্খ নদী শাসনে ব্যবস্থা নিন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা শঙ্খ নদী। বর্ষাকাল এলেই শঙ্খ নদীর কোনো না কোনো অংশে ভাঙ্গন দেখা দেয়। বিভিন্ন জায়গায় সিসি ব্লক দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টাও আছে। তবে স্থানীয় পর্যায়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বর্ষার পাহাড়ি ঢলে সিসি ব্লক সরে গিয়ে বৈলতলী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দ্বীপপাড়া ও নাথপাড়া এলাকায় প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যেকোন মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে দ্বীপ ও নাথ পাড়ার অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি। ঘরবাড়ি হারা হয়ে উদ্বাস্তু হতে পারে সহস্রাধিক মানুষ। তাই অগ্রাধিকার ভিত্তিতে নদী ভাঙ্গন ঠেকাতে কার্যকর ব্যবস্থা ও ইতোমধ্যে নদী ভাঙ্গনে বসতবাড়ি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মদ মিজানুর রহমান
শিক্ষার্থী, চট্টগ্রাম আইন কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন