শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জিকা মাইক্রোসেফালির কারণ কিনা কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে ডব্লিউএইচও

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল বলেছে, কয়েক সপ্তাহ সময়ের মধ্যেই সংস্থা জিকা ভাইরাস মাইক্রোসেফালি এবং মারাত্মক স্নায়ু দুর্বলতাজনিত রোগ গিলেইন-বারে সিনড্রোমের কারণ ঘটায় কিনা তা জানতে পারবে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা ও উদ্ভাবন বিভাগের পরিচালক মারি-পল কিয়েনি বলেন, এসব রোগের কারণের সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত হতে সম্ভবত আর চার থেকে আট সপ্তাহ সময় লাগবে। জিকা ভাইরাসে আক্রান্তদের কিছু ছোটখাট উপসর্গ দেখা গেলেও জোরালোভাবেই আশঙ্কা করা হচ্ছে এর সঙ্গে মাইক্রোসেফালির যোগ রয়েছে। কোনো গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার অত্যাধিক ছোট মাথা ও ব্রেন সম্বলিত শিশু জন্ম নিয়ে থাকে। এছাড়া গিলেইন-বারে সিনড্রোম নামের একটি মারাত্মক স্নায়ু দুর্বলতাজনিত রোগের সঙ্গেও এ ভাইরাসের সম্পর্ক রয়েছে বলে আশংঙ্কা করা হচ্ছে। এ রোগের কারণে মানুষের প্যারালাইসিস এমনকি মৃত্যু ঘটতে পারে। সূত্র : এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন