শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘোড়া দিয়ে জমি চাষ

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলার ধর্মদাহ গ্রামের গোলাম মাওলা নামের চাষি গরুর বদলে ঘোড়া দিয়ে ধান চাষের লক্ষে জমিতে প্যাক দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যান্য কৃষকদের। যেখানে জমিতে প্যাক দিতে দুটি গরুর প্রয়োজন, সেখানে অনায়াসে একটি ঘোড়া দিয়ে প্যাক দেয়ার কাজ করে সবাইকে অবাক করে দিয়েছেন। জমি প্যাক দিতে দুটি গরুর প্রয়োজন, যার দাম দেড় লাখ-দুই লাখ টাকা। সেখানে ৬০-৭০ হাজার টাকার একটি ঘোড়া দিয়ে এ কাজ করা সম্ভব।
সাধানত : ঘোড়া দিয়ে গাড়ি চালান হয়ে থাকে। যা মালামাল পরিবহনে কাজে লাগে। আর শখ করে ঘোড় দৌড়ের জন্য ঘোড়াকে ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ইতিহাস ঘাটলে দেখা যায় ঘোড়া এক সময় যুদ্ধক্ষেত্রে ব্যবহারসহ রাজা মহারাজারা তাদের পথচলার কাজে ব্যবহার করতেন। কিন্তু গোলাম মাওলা নামের এ চাষি ঘোড়াকে চাষাবাদের কাজে ব্যবহারের মাধ্যমে নতুন এক চমক সৃষ্টি করে অন্যান্য চাষিদের জমি চাষাবাদে উৎসাহিত করেছেন। এর ফলে একদিকে ঘোড়াকে ব্যবহারের ক্ষেত্র বৃদ্ধি সাথে সাথে কৃষকদের অল্প টাকায় ঘোড়া ক্রয় করে চাষাবাদের সুবিধা প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন