বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বুন্দেসলিগায় ভুমিকম্প

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দুই মিটিটের ব্যবধানে পরশু দুটি শক্তিশালি ভূমিকম্প আঘাত হানে মধ্য ইতালিতে। এই ঘটনায় কোন নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে আহত ও বেশ কিছু ক্ষয়-ক্ষতির কবর পাওয়া গেছে। ভুমিকম্পের আঘাতে এসময় কেঁপে ওঠে বুন্দেসলিগার ম্যাচও। পেসকারায় তখন স্বাগতিক ও আটলান্টার মধ্যাকার ম্যাচ চলছিল। কম্পনের ফলে প্রথমার্ধে খেলা বন্ধ ছিল দুই মিনিট। ম্যাচটি অবশ্য পেসকারা ১-০ গোলে হেরে যায়। একই রাতে মাঠে নেমেছিল জুভেন্টাস, ইন্টার মিলান ও নাপোলি। প্রত্যেকেই ঘরের মাঠে নিজ নিজ খেলায় জয় পেয়েছে। স্যাম্পদরিয়ার বিপক্ষে ইতালি চ্যাম্পিয়ন জুভেন্টাসের জয়টা ছিল ৪-১ গোলের। এই জয়ে ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বুফনের দল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফ্রান্সিসকো টট্টির রোমা। দুই পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে নাপোলি। এদিন এম্পলির বিপক্ষে নাপোলি জেতে ২-০ গোলে। ইন্টার মিলান তরিনোকে ২-১ গোলে হারালেও পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে নেই সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচ থেকে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তালিকার ১০ নম্বরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন