শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুইজনের ওমিক্রন শনাক্ত হওয়ায় পুরো শহরে গণপরীক্ষা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১১:৪৩ এএম

করোনার নতুন ধরন ওমিক্রন সারা বিশ্বব্যাপী দ্রুত ছড়াচ্ছে। ওমিক্রনকে অতি সংক্রামক ভ্যারিয়েন্ট হিসেবেও বলা হয়। সম্প্রতি চীনের তিয়ানজিনে দুই জনের ওমিক্রন শনাক্ত হওয়ায় সে শহরের সবাইকে গণপরীক্ষা করাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তিয়ানজিনে ১ কোটি ৪০ লাখ বাসিন্দা বসবাস করে। কিছুদিন আগে শহরটিতে ২০ শিশু ও প্রাপ্ত বয়স্কের করোনা পজেটিভ ফলাফল আসে। এদের মধ্যে দুই শিশুর নমুনায় ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এ অবস্থায় রোববার পুরো শহরের মানুষকে গণপরীক্ষার আওতায় আনা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে বলা হয়েছে, চীনের বন্দর নগরী তিনজিয়ানের একটি স্কুলের ৮ থেকে ১৪ বছরের ১৫ শিক্ষার্থী করোনায় সংক্রমিত। এছাড়া ওই প্রতিষ্ঠানের এক কর্মীসহ চার অভিভাকও সংক্রমিত।
আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চীনে বসতে যাচ্ছে শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২। অলিম্পিকের আসরকে কেন্দ্র করে করোনা শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন