শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইজিবাইক চালকদের ৬ দফা দাবি

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

নাটোরে ৬ দফা দাবিতে ইজিবাইক চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশাভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নাটোর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কোরবান আলী, সদস্য সচিব আশীষ নিয়োগী, উপদেষ্টা দেবাশীষ রায়সহ নেতৃবৃন্দ। মানববন্ধনে ইজিবাইক বন্ধে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনর্বিবেচনা ও আধুনিকায়ন করে লাইসেন্স প্রদানসহ ৬ দফা দাবি পেশ করা হয়। বক্তারা বলেন, চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ ৫০ লাখ মানুষের কর্মসংস্থান এবং তাদের ওপর নির্ভরশীল প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা নির্বাহ চলে এসব স্বল্পগতির যানবাহন থেকে। অথচ তাদের জীবিকা রক্ষার জন্য বিকল্প ব্যবস্থা না করেই মহাসড়ক থেকে রিকশা, ব্যাটারিরিকশা ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ করার নির্দেশে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছে। এতে করে বিপুল সংখ্যক মানুষের জীবিকার পথ বন্ধ হওয়ায় উপক্রম। তারা মহাসড়কে এসব স্বল্পগতির যানবাহনের জন্য পৃথক ও সার্ভিস রোড নির্মাণ ও চালকদের লাইসেন্স প্রদানসহ তাদের ৬ দফা দাবি পূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন