মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নাহরিন মৌ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রী নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কোভিড পজিটিভ’। তার স্ট্যাটাসের নিচে সহকর্মী ও ভক্তরা আরোগ্য কামনা করে সমবেদনা জানিয়েছেন।
ছোট পর্দার এই তারকা অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে স্বামী ও সন্তান নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন নওশীন। ব্যক্তিগত জীবনে অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে সংসার বেঁধেছেন তিনি। মাঝে মধ্যে ছুটিতে দেশে আসলেও করোনা সংকট শুরুর আগে থেকেই তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন।
নওশীন ক্যারিয়ার শুরু করেছিলেন আরজে হিসেবে। তিনি এফএম রেডিও টুডে, রেডিও ফুর্তি, ঢাকা এফএম এ কাজ করেছেন। তবে ২০০৭ থেকে অভিনয়, মডেলিংয়ের কাজ করে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে প্রার্থনা, মুখোশ মানুষ, হ্যালো অমিত, দুদু মিয়া, সোয়াচানপাখি অন্যতম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন