বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ৪:০৮ পিএম

করোনা আক্রান্ত হয়ে আইসিইউয়ে ভর্তি হয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছে। তার শারীরিক পরিস্থিতি নিয়ে হাসপাতালের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

তবে সংবাদসংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা জানিয়েছেন, লতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। সকলের উদ্দেশে তার অনুরোধ, “দয়া করা আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। ফুফুর জন্য প্রার্থনা করবেন।”

ধারনা করা হচ্ছে, তার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি অথবা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ভাইরাল চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট দেখা দিয়েছিল গায়িকার। তাই করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলেছিলেন লতা। কিন্তু করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পেলেন না বর্ষিয়ান গায়িকা।

গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন মঙ্গেশকর। তিনি ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত টুইটারে পোস্ট করতেন। টুইটারের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন