কুষ্টিয়ায় যৌতুকের দাবীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
জানা যায়, কুষ্টিয়া মিরপুর উপজেলার খলিশাকুন্ডি গ্রামের আরেম আলীর মেয়ে সুমাইয়া খাতুন (১৮) এর সাথে সদর উপজেলা হরলা মেটন গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাকিবুল ইসলামের সাথে ১৬ ডিসেম্বর ২০২১ সালে বিবাহ হয়। সুমাইয়ার পরিবারের দাবী যৌতুকের এক লাখ টাকা না পেয়ে মঙ্গলবার সকালে সুমাইয়ার স্বামী সাকিবুল পরিকল্পিত ভাবে সুমাইয়ার গায়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহযোগীতায় আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া কে মামা জালাল আলী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। গৃহবধূ সুমাইয়া বিকেলে ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন