শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাদিক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনীর জন্য

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : প্রাথমিক বিজ্ঞান

শঙ্করী রানী সাহা
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ

অধ্যায় পদার্থ ও শক্তি
১।    ভেজা কাপড় শুকানো হয় কোন শক্তি ব্যবহার করে?
    ক) আলো    খ) তাপ    গ) বিদ্যুৎ    ঘ) শব্দ
২।    যখন তুমি সাইকেল চালাও তখন তুমি ব্যবহার করÑ
    ক) পেশি শক্তি    খ) যান্ত্রিক শক্তি
    গ) তাপ শক্তি     ঘ) চুম্বক শক্তি
৩।    বিদ্যুৎ চমকানোর পেছনে কোন শক্তি কাজ করে?
    ক) আলোক     খ) চৌম্বক    গ) তড়িৎ    ঘ) শব্দ
৪।    শক্তির বেলায় কোনটি সত্য?
    ক) শক্তি রূপান্তর সম্ভব খ) শক্তি দৃষ্টিগ্রাহ্য
    গ) শক্তির অপচয় সম্ভব ঘ) শক্তিকে ধরা যায়
৫।    কোনটি পদার্থ?
    ক) শব্দ খ) আলো গ) বায়ু ঘ) বিদ্যুৎ
৬।    এটম শব্দের অর্থ কি?
    ক) অবিভাজ্য    খ) ভাগ করা যায় এমন
    গ) ক্ষুদ্র অংশ ঘ) অনু
৭।    তাপ সঞ্চালনের সবচেয়ে দ্রুত পদ্ধতি কোনটি?
    ক) পরিবহন    ঘ) পরিচলন
    গ) বিকিরণ    ঘ) সঞ্চালন
৮।    ঝুমুর বাড়িতে চা বানাতে গিয়ে দেখে কেটলির আংটা গরম হয়ে গেছে। কোন পদ্ধতিতে কেটলি গরম হলো?
    ক) পরিবহন    খ) পরিচলন
    গ) বিকিরণ    ঘ) আগুনের তাপে
৯।    সিসা, তামা, লোহা ইত্যাদি অধিক তাপে কী হয়?
    ক) কঠিন  থাকে    খ) কোন পরিবর্তন হয় না
    গ) গলে তরল হয়    ঘ) পানিতে পরিণত হয়
১০।    কয়লা পোড়ালে রাসায়নিক শক্তি কী শক্তি সৃষ্টি করে?
    ক) তাপ     খ) বিদ্যুৎ
    গ) স্থিতি    ঘ) রাসায়নিক
১১।    তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে?
    ক) পরিবহন    খ) সঞ্চালন    
    গ) বিকিরণ    ঘ) পরিচলন
১২।    বল বা টান প্রয়োগ করে দূরত্ব অতিক্রম করাকে
    কী বলে?
    ক) কাজ খ) ক্ষমতা গ) শক্তি ক্ষয় ঘ) বল
১৩।    তীর নিক্ষেপের সময় ধনুকের স্থিতি শক্তি
    কিসে পরিণত হয়?
    ক) সরনে খ) বলে গ) গতিশক্তিতে ঘ) ত্বরণে
১৪।    শক্তিকে কী দ্বারা পরিমাপ করা হয়?
    ক) বল খ) কাজ    গ) দূরত্ব    ঘ) সময়
১৫।    প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
    ক) হিরা খ) সোনা গ)  লোহা    ঘ) ইস্পাত
১৬।    কোন ধরনের শক্তি ফুরিয়ে যাবে না?
    ক)  তেল শক্তি খ) কয়লা শক্তি
    গ) সৌরশক্তি  ঘ) প্রাকৃতিক গ্যাস
১৭।    পদার্থের দশা কয়টি?
    ক) ২টি খ) ১টি গ) ৪টি ঘ) ৩টি
১৮।  কোনটি পদার্থ নয়?
    ক)  বায়ু খ) শব্দ    গ) মাটি    ঘ) পানি
১৯।    শক্তির প্রধান উৎস কী?
    ক) চন্দ্র খ) সূর্য  গ) এসিড ঘ) অক্সিজেন
২০।    পরমাণু তত্ত্ব কে আবিষ্কার করেন?
    ক) আইন স্টাইন    খ) ডাল্টন
    গ) নিউটন    ঘ) ক্যাভেনডিস
উত্তরমালা
১।  খ ২। ক ৩। গ ৪। ক ৫। গ ৬। ক ৭।  গ ৮। ক ৯। গ ১০। ক ১১। গ ১২। ক ১৩। গ ১৪।  খ ১৫। ক ১৬। গ ১৭। ঘ ১৮। খ ১৯। খ ২০। খ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Iqbal ২৩ আগস্ট, ২০১৮, ৮:৩২ পিএম says : 0
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন