বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১০:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে চতুর্থ বর্ষের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত বছরের ১৩ ডিসেম্বর ওই শিক্ষার্থী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেন। জানা গেছে, এ ঘটনায় ওই ছাত্রীর আবেদনের প্রেক্ষিতে সামাজিক বিজ্ঞান বিভাগের ডিনকে আহ্বায়ক করে 'ফ্যাক্ট ফাইন্ড' করতে একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটি ইতোমধ্যে তাদের বিভিন্ন পক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে। এখন খসড়া প্রস্তুতের কাজ চলছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক বিষয়টির তদন্ত চলায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, তদন্ত প্রক্রিয়াধীন এবং আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন