ঢাকার ধামরাইয়ে প্রিয়া আক্তার নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহটি উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ বুধবার (১২ জানুয়ারি) সকালের দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত প্রিয়া উপজেলার হাতকোড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী এক সাথে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। পরে ভোর রাতে হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেলে দেখতে পায় তার স্ত্রী প্রিয়া আক্তার ঘরের আড়ার সাথে ঝুলছে। তখন স্বামীর ডাক চিৎকারে পাশের বাড়ি থেকে দাদি ও চাচি এগিয়ে এসে প্রিয়াকে নামিয়ে বিছানায় শুইয়ে রাখা হয়
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বরিউল হক বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতর মরদেহটি উদ্ধার করেছে থানায় নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন