শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কাওয়ালি গানের অনুষ্ঠান ছাত্রলীগের হামলায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৩৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত কাওয়ালি কনসার্টে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার সন্ধ্যায় হামলার অনেক ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর ও দর্শনার্থীদের পেটানো হচ্ছে।

আজ বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেন বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

এদিকে, হামলার প্রতিবাদে ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। তারা ক্যাম্পাসে এই হামলার প্রতিবাদ ও হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। এসব প্রতিবাদের ছবিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।

হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে মাহমুদুল হাসান লিখেছেন, ‘‘মাইজভান্ডার ওরশ শরিফে প্রধানমন্ত্রী ক্রোড়পত্র ছাপিয়ে বাণী দেন। কিন্তু আজ সরকারদলীয় ছাত্র সংগঠনই টিএসসিতে কাওয়ালি অনুষ্ঠানে হামলা করতে একটুও ভাবে নি। অথচ এরাই টিএসসিতে নিয়মিত ডিজে, ব্যান্ড শোর আয়োজক হয়।আজকে সূফিমতের রাজনৈতিক শক্তির অভাব প্রকটভাবে স্পষ্ট হয়েছে। স্পষ্ট হয়েছে বাৎসরিক দরদীরা সূফীমতের প্রকৃত দরদী কেউ নয়। আমাদের ত্বরিকত চর্চার পাশাপাশি সূফি রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করতে হবে। নতুবা দেখবো দিনশেষে সুফিবাদের পক্ষে ওরা কেউ না। আমাদেরই সকল সূফীবাদী শান্তিপ্রিয় জনতাকে নিজস্ব শক্তিশালী রাজনৈতিক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।’’

আবু সাইদ আহামেদ লিখেছেন, ‘‘উর্দু'র অজুহাতে যারা কাওয়ালী অনুষ্ঠানে হামলা করলো তারা কিন্তু জানেনা 'আওয়ামী' শব্দটা... উর্দু। জানলে কি যে হত!’’

ক্ষোভ জানিয়ে নুর উল ইসলাম লিখেছেন, ‘‘বিপুল সংখ্যক মানুষের স্বাধীন-সার্বভৌম ও গণতান্ত্রিক দেশকে অল্প কিছু সংখ্যক যারা নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে তাদের চেয়ে বড় দেশ বিরোধী আর কারা??’’

তৈয়ব হাসান লিখেছেন, ‘‘বেহায়া উলঙ্গপনা গানের চেয়ে কাওয়ালী গান তো অনেক ভাল।ছাএলীগ নাচানাচির গানে শরীয়া তরিকা খুজে পায় না বুঝি?’’

জাফর আলী নিন্দা জানিয়ে লিখেছেন, ‘‘কাউয়ালীর জন্ম ভার‌তে হ‌লেও সূ‌ফি ও ধ‌্যনী‌দের ম‌নের খোরাক। ভিন্ন ম‌তের মানু‌ষের পছন্দ না হ‌লেও ঢা‌বির অনুম‌তি পাওয়া অনুষ্ঠান হামলা করার নিন্দা জানাই।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন