শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুবাইয়ে নতুন আরেক বিস্ময় ‘দুবাই ক্রিক টাওয়ার’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১০:২৮ এএম

বিশ্বকে তাক লাগিয়ে এবার নতুন আরেক বিস্ময় নিয়ে হাজির হচ্ছে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ‘দুবাই ক্রিক টাওয়ার’, যার উচ্চতা ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টাওয়ারের উচ্চতাকেও। টাওয়ারটি প্রথমে ‘দুবাই ক্রিক হারবার টাওয়ার’ নামে পরিচিত ছিল।

২০১৬ সালের অক্টোবরে আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টাওয়ারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে নির্মাণ কাজ শুরু হয়। এটির নির্মাতা প্রতিষ্ঠান ইমমার প্রপার্টিস।

এটি আমিরাতের সবচেয়ে বড় প্রকল্প। ২০২১ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়ে চলতি বছরে শেষ হওয়ার কথা বলছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটির কর্মকর্তা।

বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ‘বুর্জ খলিফা’ নামের ভবনটির উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট। তবে এ রেকর্ড ভেঙে দিতে দুবাইতেই তৈরি হচ্ছে আরও বেশি উচ্চতার ভবন। এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট বা ২১০ তলা। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন।

‘দুবাই ক্রিক টাওয়ার’ উচ্চাভিলাষ বুর্জ খলিফার চেয়েও বেশি। ভবনটি ঘিরে গড়ে তোলা হবে ‘ক্রিক হারবার সিটি’। যেখানে সব ভবনই হবে সুউচ্চ। এ শহরে আবাসন হবে প্রায় ৪ লাখ ৭০ হাজার মানুষের। ক্রিক হারবার সিটির মধ্যমণি হয়ে দাঁড়িয়ে থাকবে টাওয়ারটি।

প্রযুক্তির দিকে এগিয়ে থাকায় প্রযুক্তিবান্ধব হিসেবে ডিজাইন করা হয়েছে দুবাই স্কয়ার। সেখানে ঢুকলেই মনে হবে যেন কোনও ভার্চুয়াল ওয়ার্ল্ড! নিচতলায় রাখা হবে থ্রিডি প্রজেকশন ম্যাপিং, সিনেমা হলের মতো সাউন্ড ও লাইটিংয়ের সঙ্গে কনসার্ট ও থিয়েটার শোসহ অত্যাধুনিক বিনোদনমূলক আয়োজন। মলে আগত পরিবারের জন্য থাকবে সিনেমা, ওয়াটার পার্ক, স্পোর্টস জোন, শীতকালীন মেজাজের ইনডোর অ্যাডভেঞ্চার পার্ক ও সুপারমার্কেট।
সবমিলিয়ে প্রযুক্তিগত দিক দিয়ে এ জায়গায় এলে বিহ্বল হয়ে যাবে ছোটবড় সবাই। বিখ্যাত সব ব্র্যান্ডের শো-রুমকে জায়গা দেওয়া হবে সেখানে। ভোজন রসিকদের জন্যও দুবাই স্কয়ার হয়ে উঠবে তীর্থস্থান। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
hamid khan ১৩ জানুয়ারি, ২০২২, ১১:৫৪ এএম says : 0
অপচয়কারী শয়তানের ভাই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন