বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন চলছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১১:২৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে দুপুর ১টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেছেন। তারা পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। প্রার্থীরাও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করছেন। ভোট গণনা শেষে আজ বিকেল ৩টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

ঢাবিতে মোট ১৩টি অনুষদ রয়েছে। এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ অনুষদে। বাকি ৩ অনুষদ- শিক্ষা অনুষদ, চিকিৎসা অনুষদ এবং স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকারের পক্ষ থেকে ডিন মনোনীত করা হয়। ঢাবির আইন অনুযায়ী, ডিনরা ২টি একাডেমিক শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত হবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন