বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রাগনিকের কোচিং নিয়ে রোনালদোর নতুন মন্তব্য

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম

ওলে গানার সুলসারকে বরখাস্ত করার পর জার্মান কোচ রাফ রাগনিককে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড৷ ইউরোপের অনেক বড় বড় কোচদের গুরু তিনি। ফলে রাগনিক আসলে ম্যানইউতে আমূল পরিবর্তন আসবে। এমনটি ধারণা করেছিল সবাই। তবে তার অধীনে এখনো চোখে পড়ার মতো কিছু করতে পারেনি রেড ডেভিলরা। 
 
এবার রাগনিকের কোচিং স্টাইল বা তার সাফল্য পাওয়ার বিষয়ে মুখ খুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এ সুপারস্টার স্কাই স্পোর্টসের সঙ্গে বলেছেন রাগনিকের সাফল্য পেতে কিছুদিন সময় লাগবে। কারণ খেলোয়াড়দেরও তার স্টাইল তার পরিকল্পনা সম্পর্কে বুঝতে কিছুদিন সময় লাগবে। 
 
এ ব্যপারে রোনালদো বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি এ মৌসুমেই ভালো কিছু করতে পারব আমরা।’
 
‘আমরা জানি মাঠে নতুন কোচের পরিকল্পনা সাজাতে সময় লাগবে। এটা এতো দ্রুত না৷ কিন্তু আমাদের আশা রাখতে হবে। পেশাদার হতে হবে। কঠিন পরিশ্রম করতে হবে ও খেলোয়াড় হিসেবে এক থাকতে হবে।’
 
তিনি আরো বলেন, ‘খেলোয়াড়দের এখানে যে সংস্কৃতি, খেলার যে ধরন ও সিস্টেম আছে তা পরিবর্তন করা সহজ হবে না। তবে আমি বিশ্বাস করি কোচ রাগনিক ভালো কিছুই করবে।’
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন