বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্সে চালু হলো ভ্যাকসিন পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ৭:৩৭ পিএম

হোটেল, বার, সাংস্কৃতিক কেন্দ্র ও গণপরিবহনের জন্য ভ্যাকসিন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে ফ্রান্স। দেশটিতে ভয়াবহ আকার ধারণ করেছে কোভিড মহামারি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এই কড়াকড়ি আরোপ করেছে দেশটি। এ নিয়ে সিনেটে একটি ভোটাভুটি হয়। এতে ভ্যাকসিন পাসের পক্ষে ভোট পড়ে ২৪৯টি এবং এর বিরুদ্ধে ভোট পড়ে ৬৩টি। এর আগে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে এ মাসের প্রথম সপ্তাহে এই আইনটি পাস হয়।
তবে এই আইন নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন লা প্যারিসিয়ান সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভ্যাকসিন না নেয়াদের জীবন কঠিন করতে চান।
তার এমন মন্তব্যকে আগ্রাসী হিসেবে আখ্যায়িত করে এর বিরোধিতা করেন অনেক আইনপ্রণেতা। বুধবার ফ্রান্সে নতুন করে ৩ লাখ ৬১ হাজার ৭১৯ জনের কোভিড শনাক্ত হয়। এ ছাড়া এদিন কোভিডে নিহত হয়েছেন ২৪৬ জন। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন