বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ওমিক্রন ফুরালেই করোনা হবে সর্দি-জ্বরের মতো : বিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

কোভিডের ওমিক্রন ভেরিয়্যান্ট বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে রেকর্ডভাঙা গতিতে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। তবে, এর মধ্যেই দিগন্তে আশার আলো দেখছেন বিল গেটস। বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী এবং প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন- ওমিক্রনের সংক্রমণ শেষ হয়ে গেলে করোনা সাধারণ মৌসুমি ঠান্ডাজনিত অসুখের মতো হয়ে যাবে। সংবাদমাধ্যম সিএনবিসি এ খবর জানিয়েছে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জনস্বাস্থ্য বিভাগের প্রধান দেবী শ্রীধরের সঙ্গে টুইটারে এক প্রশ্নোত্তর পর্বে বিল গেটস করোনার বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। বিল গেটস টুইটারে লেখেন, করোনার বর্তমান ঢেউ কমে গেলে এ বছরের সালের বাকি সময়টায় সংক্রমণের সংখ্যা ‘অনেক কম’ দেখার আশা করতে পারে বিশ্ব। তিনি বলেন, সংক্রমণ কমে গেলে কোভিড মৌসুমি ফ্লু বা ঠান্ডাজনিত অসুখের মতো হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিল গেটস লিখেছেন, ‘দেশে দেশে ওমিক্রনের ঢেউয়ে স্বাস্থ্য ব্যবস্থা চ্যালেঞ্জে মুখে পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, গুরুতর আক্রান্ত হচ্ছে টিকা না নেওয়া লোকজনই। একবার কোনো দেশে ওমিক্রনের সংক্রমণ হয়ে গেলে, সে দেশে বছরের বাকি সময়ে সংক্রমণের হার অনেক কমে যাওয়ার কথা। সে ক্ষেত্রে কোভিডকে তখন মৌসুমি ফ্লু’র মতো দেখা যেতে পারে।’ মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং ধনকুবের জনহিতৈষী বিল গেটস বরাবরই জনস্বাস্থ্য বিষয়ে স্পষ্টভাষী হিসেবে পরিচিত। তিনি নিয়মিত কোভিড মহামারির বিষয়ে নজর রাখেন এবং মতামত দেন। এবং কোভিড ভবিষ্যতে সাধারণ ফ্লু’র মতো হয়ে যাওয়ার কথা বিল গেটসই প্রথম বলছেন না। কিছু বিশেষজ্ঞ বলেছেন—ওমিক্রনের দ্রæত বিস্তার বিপজ্জনক হলেও এর মধ্য দিয়ে মানুষের মধ্যে তথাকথিত ‘প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা’ তৈরি হবে। এবং এভাবে একটা সময় কোভিড মহামারির গুরুতর পরিস্থিতির অবসান হবে। বিল গেটস তার টুইটার প্রশ্নোত্তরে বলেন, ‘ওমিক্রনের সংক্রমণ অন্তত আগামী বছরের জন্য যথেষ্ঠ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে।’ একবার কোভিডের মহামারি পর্যায় শেষ হয়ে গেলে ‘আমাদের হয়তো কিছু সময়ের জন্য প্রতিবছর কোভিডের টিকা নিতে হতে পারে’Ñ অনেকটা বাৎসরিক ফ্লু’র টিকার মতো, যোগ করেন বিল গেটস। সিএনবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Md Eaqub Ali Shah ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৩ এএম says : 0
তার মানে ওমিক্রন ছড়ানোতে তোমার হাত আছে
Total Reply(0)
Sarwar Kamal ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৩ এএম says : 0
আমিন, আল্লাহ বিল এর কথাকে কবুল করো প্লিজ !
Total Reply(0)
মমিনুল হক ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৪ এএম says : 0
· ইহা একটি গুজব
Total Reply(0)
Mizanur Rahman ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৪ এএম says : 0
হে আল্লাহ, আপনিই একমাত্র আমাদের ভরসা। আপনি করুণা করুন, রক্ষা করুন.!
Total Reply(0)
Patwary Patwary ১৪ জানুয়ারি, ২০২২, ৬:৫৫ এএম says : 0
সারা বিশ্ব কে গুজবে ধংশ করে দিয়েচে
Total Reply(0)
Siddiq Shahjahan ৬ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪০ পিএম says : 0
এটা একটি ব্যবসা। জোর করার মতই টিকা দিতে হবে এই রকম ভাব
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন