শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিশেষ প্রক্রিয়ায় ৫০ হাজার কর্মী নেবে জাপান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

বিশেষ প্রক্রিয়ায় এশিয়া থেকে ৫০ হাজার দক্ষকর্মী নেবে জাপান। ডিজিটাল প্রযুক্তি ও অন্যান্য চাহিদা সম্পন্ন ক্ষেত্রে সরকারের ঘোষণা করা একটি পদক্ষেপের অধীনে এসব কর্মী নেবে দেশটির উদ্যোক্তা বা চাকরিদাতারা। জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এশিয়া মহাদেশজুড়েই মেধাবীদের বা অতি দক্ষকর্মী পেতে প্রতিযোগিতা শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে। জাপানি কোম্পানিগুলোকে সাহায্য করতে এশিয়া-জাপান ফর দ্য ফিউচার ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা ইন্দোনেশিয়া সফরের সময় সোমবার একটি অনলাইন অনুষ্ঠানে বলেন, জাপান উচ্চাকাঙ্খী তরুণদের সুযোগ দিতে চায়। নতুন উদ্যোগের অধীনে, জাপান সরকার দেশি ও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা যৌথভাবে প্রদত্ত ডিগ্রির সংখ্যা বাড়ানোর জন্য কাজ করবে। এতে জাপানি নিয়োগদাতারা আগামী পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে স্নাতক ও অন্যান্য দক্ষ পেশাদারদের নিয়োগের জন্য উৎসাহিত হবে।
জানা গেছে, সরকার জাপানি বিশ্ববিদ্যালয়গুলোর বিদেশি সাবেক শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি নিয়োগদাতাদের ইন্টার্নশিপ ও তথ্য সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ পদক্ষেপের মাধ্যমে দক্ষকর্মী নিয়োগ করতে পারবে জাপানি কোম্পানিগুলো। এতে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হবে। করোনাভাইরাস সম্পর্কিত বিধিনিষেধের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার কারখানাগুলোতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমে গেছে পণ্যের উৎপাদন ব্যবস্থা। দেশটি তাদের কোম্পানিগুলোর অবকাঠামো তৈরিতে সাহায্য করার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নজরদারি বাড়াবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
আলী গোলদাৱ ১২ নভেম্বর, ২০২২, ৪:০৩ এএম says : 0
আমি জাপান জেতে ছাই plz ????help me
Total Reply(0)
শাহাদাত হোসেন ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৬ এএম says : 0
আমি একজন ইলেকট্রিক এন্ড প্লাম্বার মিস্তিরি। আমি কি জেতে পারবো
Total Reply(0)
মো.লিজু মিয়া ৮ জানুয়ারি, ২০২৩, ৯:০৭ পিএম says : 0
আমি লিফ্ট টেকনিশিয়ান ইলেকট্রিসিয়ান ওয়েল্ডা ম্যান
Total Reply(0)
মো.লিজু মিয়া ৮ জানুয়ারি, ২০২৩, ৯:০৮ পিএম says : 0
আমি লিফ্ট টেকনিশিয়ান ইলেকট্রিসিয়ান ওয়েল্ডা ম্যান
Total Reply(0)
এনামুল ইসলাম রবি ২৫ জানুয়ারি, ২০২৩, ৯:৪৮ এএম says : 0
আম4G wleg করতে পাবি আমিকি য়েতে পারবো
Total Reply(0)
মোঃ মতিউর রহমান ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৩ পিএম says : 0
আমি যে চাই ড্রাইভিং জানি
Total Reply(0)
মোঃ মতিউর রহমান ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৩ পিএম says : 0
আমি যে চাই ড্রাইভিং জানি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন