শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোনো বিদেশী সহায়তা ছাড়াই প্রথম বাজেট দিল তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১০:২৬ এএম

গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কোনো বিদেশী সহায়তা ছাড়াই প্রথমবারের মতো বাজেট দিল তালেবান। গত বুধবার এই বাজেটটির অনুমোদন দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার এমনটি জানানো হয়।
যদিও আফগানিস্তানের ৪০ শতাংশ জিডিপিই আসে আন্তর্জাতিক সাহায্য থেকে। সাবেক মার্কিন-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকাকালীন বাজেটের ৮০ শতাংশই ছিল আন্তর্জাতিক সহায়তা।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশগুলো বিলিয়ন ডলারের সাহায্য বন্ধ করে দেয়। জাতিসংঘের পক্ষ থেকে তখন বলা হয়, আফগানিস্তানের জন্য একটি ‘অভূতপূর্ব আর্থিক ধাক্কা’।
তালেবান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হকমাল বলেছেন, গত দুই দশকে প্রথমবারের মতো আমরা এমন একটি বাজেট তৈরি করেছি যা বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। এটি আমাদের জন্য একটি খুব বড় অর্জন।
গত বুধবার তালেবান অনুমোদিত ৫৮ কোটি ডলারের বাজেট চলতি বছরের প্রথম তিন মাসের জন্য ঘোষণা করা হয়েছে। এই অর্থগুলো সরকারি প্রতিষ্ঠানে ব্যয় করা হবে।
হকমাল বলেন, রাষ্ট্রীয় কর্মীরা যাদের অনেকেই কয়েক মাস ধরে বেতন পাননি, তারা জানুয়ারির শেষে বেতন পেতে শুরু করবেন। নারী কর্মীদেরকেও বেতন দেওয়া হবে।
তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়, পরিবহন অবকাঠামোসহ উন্নয়ন প্রকল্পে প্রায় ৪৭০ কোটি আফগানি ব্যয় করা হবে।
এ প্রসঙ্গে হকমাল বলেন, এটি সামান্য পরিমাণ কিন্তু আমরা এখন এটিই করতে পারি।
ট্যাক্স, বাণিজ্য এবং খনির রাজস্বের মতো নিজস্ব সম্পদ বাজেটের অর্থ আদায় হবে হবে বলে জানিয়েছে তালেবান।
আগামী মার্চ মাসে তাদের প্রথম বার্ষিক বাজেট ঘোষণা করবে বলে জানিয়েছে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়। আফগানিস্তানের সৌর পঞ্জিকার সঙ্গে মিল রেখে অর্থবছরকে বদল করার পরিকল্পনা করেছে তালেবান সরকার। সূত্র : এএফপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Mostafa kamal ১৪ জানুয়ারি, ২০২২, ৩:১৭ পিএম says : 0
الحمدلله
Total Reply(0)
মোঃ শাকিরুজ্জামান ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৫ পিএম says : 0
আলহামদুলিল্লাহ
Total Reply(0)
Mehedi Hasan Raju ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৬ পিএম says : 0
ইসলাম কারো উপর নির্ভর করে চলেনা
Total Reply(0)
Alomgir Sotdar ১৪ জানুয়ারি, ২০২২, ৩:৩৬ পিএম says : 0
আজকে খবরের শিরোনামে পরলাম আফগানিস্তানে তিব্র অথ্য ও খাদ্য সংকট এই ব্যাপারে কিছু জানাবেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন