বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধের বেহালদশা

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ৫:২৮ পিএম

করোনার নতুন ভ্যারিয়েন্টে ওমিক্রনের সংক্রমণ রোধে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বরাবরের মতোই চাঁপাইনবাবগঞ্জে বিধিনিষেধের দ্বিতীয় দিনে সড়কে মানুষের আনাগোনা বেড়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলার বিভিন্ন স্হান ঘুরে সরকারের আরোপ করা ১১ টি কঠোর বিধিনিষেধের কোন তোয়াক্কা ছাড়া অবাধে স্বাস্হ্যবিধি না মেনেই চলাফেরা করছেন মানুষ। মাক্স মুখে থাকার কথা থাকলেও ওই মাক্স শোভা পাচ্ছে থুঁতনিসহ শার্টের বুক পকেটে।

জেলা শহরের বিশ্বরোড এলাকায় আরিফুর রেজা নামের এক পথচারীর মুখে মাক্স ছিলনা। তার মুখে মাক্স না থাকার জিজ্ঞেস করলে তিনি জানান, শিবগঞ্জ থেকে আসলাম অস্বস্তি লাগছে। তাই এখন মুখে মাক্স নাই।

বিশ্বরোডের মুদি দোকানী আমিনুল ইসলামের
দোকানে নো মাক্স, নো সার্ভিস লিখা থাকলেও দোকানীর মুখেও মাক্স ছিলনা। তার মুখে মাক্স না থাকার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন; " সারাদিনতো মুখেই মাক্স দিয়েই থাকি। এখন না হয় একটু মুখটা খুলে রাখলাম"।

জেলা সিভিল সার্জন ডা.এসএম মাহমুদুর রশিদ জানান- চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্তামনে জেলায় ৪ জন করোনা রোগী আছেন। তারা সবাই শারিরীক ভাবে সুস্থ আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন