প্রখ্যাত নির্মাতা-অভিনেতা আফজাল হোসেনের চলচ্চিত্র ‘মানিকের লালকাঁকড়া’ তে সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর তারেক। একই সাথে চলচ্চিত্রের গানে ও শুটিংয়ে মিউজিশিয়ানের চরিত্রেও তাকে দেখা যাবে। তানভীর তারেক বলেন, আফজাল ভাইয়ের শিশুতোষ চলচ্চিত্রটিতে দুটি গান নিয়ে প্রথমে কথা হয়। প্রথম একটি গান গল্পের প্রয়োজনে করা হবে। অন্যটি সিনেমার একটি থিম ট্র্যাক। গানটি ছিল রবীন্দ্রসঙ্গীত। ‘দিনের বেলায় বাঁশী তোমার বাজিয়েছিলে’ শিরোনামের রবীন্দ্রসঙ্গীতটি শ্রোতা-দর্শকের কাছে খুব একটা পরিচিত নয়। সিনেমাটির গল্পের প্রয়োজনে আফজাল ভাই গানটি ব্যবহার করেছেন। তিনি আমাকে গিটারের ওপরেই গানটি করতে বলেন। সেভাবেই অণিমাকে দিয়ে গাওয়াই এবং কম্পোজিশন করি। সিনেমাটির গানে পারফরম করা প্রসঙ্গে তানভীর বলেন, এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল। তিনি শুধু বললেন, তুমি কি তোমার গিটার নিয়ে আসতে পারবে? আমি রাজী হলাম। বললেন, গানটি একটি বৈঠকী ঢঙে অভিনেত্রী গাইবে আর তুমি গিটার বাজাবে। মানিকগঞ্জে শুটিং। এটা ছিল আমার জন্য একেবারেই অপ্রত্যাশিত। আফজাল ভাই একজন মিউজিশিয়ানের চরিত্রে কিছু সংলাপ বোঝালেন। জীবনে প্রথম অভিনয়ের জন্য ডায়লগ বললাম। এরপর চলচ্চিত্রে একজন মিউজিশিয়াণ হিসেবে বেশ কিছু সিকোয়েন্স করালেন। কথা বলা, হাঁটাচলা সব আফজাল ভাই বুঝিয়ে দিলেন। খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তানভীর বলেন, আফজাল হোসেনের নির্মাণে সঙ্গীত পরিচালক হিসেবে অংশগ্রহণই আমার জন্য অনেক বড় পাওয়া। সেখানে অভিনয় করাটা তার স্নেহ ভালবাসা। জীবনে হয়ত এটিই প্রথম ও শেষ অভিনয়। তবে আমি অন্তত বলতে পারবো। একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম সেটিও আফজাল হোসেনের নির্দেশনায়। সিনেমাটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন