শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিমদের ওপর নজরদারি খতিয়ে দেখার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ইসরাইলের সহায়তা নিয়ে মসজিদ ও মুসলিম কমিউনিটির উপর নজরদারি করার দাবি করেছে আমেরিকায় বসবাস করা মুসলিম জনগণের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন। কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন নামে সংগঠনটির প্রধান নির্বাহী নিহাদ আনোয়ার এফবিআই ও অনন্য নিরাপত্তা বাহিনীর কাছে আহ্বান করেছেন, তারা যেন মুসলিমদের ওপর নজরদারি করার বিষয়টি খতিয়ে দেখেন। নিহাদ আনোয়ার মুসলিমদের ওপর নজরদারি করার জন্য দায়ী করেছেন ইনভেস্টিগেটিভ প্রজেক্ট অন টেরোরিজম (আইপিটি) নামে একটি সংঘটনকে। সাউদার্ন পোভার্টি ল সেন্টারের তথ্য অনুযায়ী, সংগঠনটি সৃষ্টি হয়েছিল মুসলিম বিদ্বেষ থেকে। তাদের ভাষ্য সংগঠনটি ইসরাইলের সহায়তা নিয়ে এ কাজ করছে। নিহাদ আনোয়ার ইসরাইলের সম্পৃক্ততা থাকার কথা দাবি করে বলেন, স্টেভেন এমারসন ও তার সংগঠন আইপিটি মুসলিমদের ওপর নজরদারি চালাচ্ছে। তিনি প্রশ্ন করে বলেন, কেন ইসরাইলের সহায়তা নিয়ে মুসলিমদের ওপর নজরদারি করতে দেয়া হচ্ছে? আমেরিকার মুসলিমদের ওপর ও বৈধ সংগঠনগুলোর ওপর নজরদারি কখনো করতে দেয়া উচিত না। কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশন ২০২১ সালের ডিসেম্বরে জানায়, তারা তাদের ওহাইও শাখার নির্বাহী রমিন ইকবালকে বিশ্বাসঘাতকতা করার জন্য বহিষ্কার করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমিন ইকবাল গুরুত্বপূর্ণ নথি আইপিটির কাছে পাচার করেছে। ওই ঘটনার পর কাউন্সিল অব আমেরিকান ইসলামিক রিলেশনের প্রধান নির্বাহী প্রথমবারের মতো নজরদারি করার বিষয়টি নিয়ে কথা বলেছেন। তবে আইপিটি গণমাধ্যম আল-জাজিরার কাছে এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে সহায়তা নেয় না। তারা সম্পূর্ণ স্বাধীন একটি সংগঠন। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন