বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

হুরজেট বৃহৎ পরিসরে উৎপাদন করবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

তুরস্কের প্রতিরক্ষা শিল্প এক্সিকিউটিভ কমিটি বুধবার সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের তৈরি হাল্কা যুদ্ধবিমান হুরজেট বৃহৎ পরিসরে উৎপাদন করবে তারা। হুরজেট সম্পূর্ণ তুরস্কে তৈরি। এটির ডিজাইন,উৎপাদন সবই করছে দেশটি। ২০২৩ সালে এই বিমানটিকে আকাশে উড়তে দেখা যাবে। হুরজেট বিমান তৈরির ব্যপারে ২০১৭ সালে সিদ্ধান্ত নেয়া হয়। হুরজেট বিমানটি হচ্ছে পঞ্চম প্রজন্মের প্রশিক্ষণ বিমান। এই বিমানের আধুনিক ককপিটে থাকবে অত্যাধুনিক কম্পিউটার। তাছাড়া এই বিমানে থাকবে রাডার, সূক্ষ্মভাবে আক্রমণ করার সিস্টেম। বিমানটির পাইলট সহজেই আকাশে ও মাটিতে যোগাযোগ করতে পারবে।যার কারণে হুমকি ও ঝুঁকি কমে আসবে। হুরজেটের এই বিমানগুলো বর্তমানে তুরষ্কের বিমানবাহিনীতে থাকা টি-৩৮ প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করা হবে। এদিকে এক বিবৃততিতে প্রতিরক্ষা শিল্প এক্সিকিউটিভ কমিটি জানায়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় নিজেদের তৈরি সমরাস্ত্রের পরিমাণ বাড়ানোর বিষয়েও আলোচনা করেছে তারা। বিবৃতিতে আরো জানানো হয়েছে,বাইরে থেকে যেসব অস্ত্র আমদানি করা হয় সে অস্ত্রগুলো নিজ দেশে তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
হাসান ব‍্যবসা ৩০ জানুয়ারি, ২০২২, ১১:১৩ পিএম says : 0
Good
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন