মাগুরার মহম্মদপুর উপজেলার আট গ্রামের শত শত কৃষক তাদের জমির পানি নিষ্কাষনের সমস্যায় জমি চাষ করতে পারছিলেননা। রায়পাশা খালটি ভরাট হয়ে যাওয়ার তাদের জমিতে পানিবদ্ধতার সৃষ্টি হয়। জমির পানি নিস্কাষনের জন্য বিভিন্ন দফতরে ধর্না দিয়ে ব্যর্থ হয়ে নিজেরা কোদাল হাতে তুলে নিয়ে খাল খননের কাজ শুরু করেণ। পরবর্তীতে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের নিকট খাল খননের আবেদন করলে খালটি পরিদর্শন করে দশদিনের মধ্যে খালটি খনন করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি খালটি পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী। কৃষকদের সমস্যা অনুধাবন করে ভেকু দিয়ে খনন কাজ শুরু করেন। শত শত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকার সাধারণ জনগণ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন