বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

সিলিন্ডার গ্যাস ব্যবহারে সতর্কতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। সহজে ব্যবহার করা যায়, পরিবহন করাও সহজ। গ্রামগঞ্জে সাধারণত লাকড়ির চুলা ব্যবহার হয়, কিন্তু যারা একটু স্বচ্ছল তারা এখন সিলিন্ডার গ্যাস ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। সবাই সাচ্ছন্দে গ্যাস সিলিন্ডার কিনে ঘরে নিয়ে আসে। কিন্তু এর সঠিক ব্যবহার না জানার কারণে ঘটছে বড় বড় দুর্ঘটনা। শুধু যারা ব্যবহার করছে তারাই যে ঝুঁকির মধ্যে রয়েছে তা নয়, বরং আশেপাশে প্রতিবেশীরাও একটা বড় ঝুঁকির মধ্যে বসবাস করে। এর একটি জলন্ত উদাহরণ হচ্ছে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড। শুধু এই গ্যাস সিলিন্ডারের সঠিক ব্যবহার না হওয়ায় দেশে ছোট বড় নানান ভয়াবহ অগ্নিকান্ডসহ প্রাণহানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। এ ব্যাপারে ফায়ার সার্ভিসকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। তাছাড়া সরকারি-বেসরকারি উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কর্মশালা ও সতর্কতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে।

শামছুত তাবরিজ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
সাইফুল ১৬ জানুয়ারি, ২০২২, ১০:০৯ পিএম says : 0
Good news
Total Reply(0)
হুমায়রা ১৬ জানুয়ারি, ২০২২, ১০:৪১ পিএম says : 0
অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন