শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

পুরাতন ঢাকায় কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণের দাবিতে গণজামায়েত

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ঐতিহ্যবাহী পুরাতন ঢাকায় অবস্থিত সাবেক কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে পুরাতন ঢাবাবাসীর পুরনো দাবি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নির্মাণের দাবিতে গতকাল ‘জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত গণজমায়েত সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে জেলগেটের সামনে অনুষ্ঠিত হয়। সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আতাউল্লাহ সাহেব প্রিন্সিপাল, জামেয়া নূরিয়া কামরাঙ্গীরচর , মাওলানা নূরুদ্দিন লাহোরী, প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী, মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা জাফর আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আঃ কুদ্দুছ, মাওলানা আনোয়ারুল হক, মুফতি তাসলিম আহমদ, মাওলানা শহীদুল আনোয়ার, মুফতি বশিরুল হাসান, মাওলানা হুমায়ুন, মাওলানা হোসাইন আহমদ, হাজী মো: তাজউদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পুরাতন ঢাকাবাসীর পুরানো দাবি পুরান ঢাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-এর বাস্তবায়ন চাই। তাই প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নে উম্মুক্ত পরিবেশ ও সবুজায়নের পাশাপাশি পুরাতন ঢাকায় একটি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ নির্মাণ করা হোক। তারা বলেন, প্রধানমন্ত্রীর পিতা মরহুম শেখ মুজিবুর রহমান ইসলামী স্থাপনাগুলো প্রতিষ্ঠার কারণে ১৬ কোটি মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে আছেন। আমরাও আশা করি প্রধানমন্ত্রী তার পিতার মতো পুরাতন ঢাকায় কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণের ঘোষণা দিয়ে ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিবেন। Ñবিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন