বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইভিএম’র ধারণা প্রদান

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

আসন্ন নাটোর পৌরসভার সাধারণ ভোটারদের ইলেকট্রিক ভোটিং মেশিন সংক্ষেপে ইভিএম-এ ভোট প্রদানের ধারনা প্রদানের জন্য মক ভোটিংয়ের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। গত শুক্রবার সকালে পৌরসভার ৩০টি ভোট কেন্দ্রেই একযোগে এই কার্যক্রম শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নতুন এই পদ্ধতিতে ভোট প্রদান শিখতে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আজ ১৬ জানুয়ারি সকাল আটটা থেকে বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আছলাম জানান, সাধারণ ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা না থাকায় এই মক ভোটিং এর ব্যবস্থা করেছে জেলা নির্বাচন কমিশন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন