শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাছধরা ট্রলারসহ ২৩ জেলেকে অপহরণ

পাথরঘাটা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে গতকাল শনিবার সাইফুল ইসলাম ৩ নামে একটি মাছ ধরা ট্রলার ও ২৩ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র নৌদস্যু বাহিনীর সদস্যরা। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেল ৫টায় এ খবরটি জানান। তিনি বলেন, লক্ষ্মীপুর জেলার মাহফুজ মিয়ার মালিকানাধীন এফ.বি. সাইফুল ইসলাম-৩ নামক ওই মাছধরা ট্রলারটি সপ্তাহখানেক আগে মাছধরার যাবতীয় রসদ নিয়ে সমুদ্র যাত্রা করে। এরপরে গতকাল শনিবার ভোররাতে গভীর বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে তাদেরকে সশস্ত্র একটি নৌদস্যু বাহিনী অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

অপহৃত জেলেদের মধ্যে রয়েছে ওই ট্রলারের মাঝি আনোয়ার হোসেন, আবুল কালাম, সবুজ, জাকির, জাহের, বশিরসহ মোট ২৩ জন জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. হারুন অর রশিদ জানিয়েছেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। র‌্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, অপহৃত জেলেদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন