শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন ঘাঁটি আল-বালাদে ড্রোন হামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২২, ৯:৫৫ এএম

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত মার্কিন একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় ওই ঘাঁটিতে বেশ কিছু যুদ্ধবিমান ছিল।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ’র সঙ্গে সম্পর্কযুক্ত সবেরিন নিউজ জানিয়েছে, আজ (শনিবার) সকালে বাগদাদ থেকে ৬৪ কিলোমিটার উত্তরে আল-বালাদ ঘাঁটিতে বেশ কয়েকটি কম্ব্যাট ড্রোন আঘাত হানে এবং কম্পাউন্ডটিতে সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে। সেসময় সেখানে গুলির শব্দ শোনা যায়।

হামলার পরপরই ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উপরে উঠতে দেখা যায়। ঘাঁটির ভিতরে থাকা সামরিক কর্মীদের নিরাপদ আশ্রয় নেয়ার জন্য এবং ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য ইংরেজিতে সতর্কবার্তা দেয়া হয়।

সাবেরিন নিউজের খবর অনুসারে, ঘাঁটির ভিতরে অবস্থিত মার্কিন অস্ত্র উৎপাদনকারী কোম্পানি লকহিড মার্টিন কর্পোরেশনের একটি অফিসে কোয়াডকপ্টার এবং ফিক্সড-উইং ড্রোন দিয়ে হামলা করা হয়।

ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে তিনটি ড্রোন বিমানঘাঁটির দক্ষিণ দিকে আসে। ড্রোনগুলো ভূপাতিত করার জন্য সি-র‌্যাম এবং এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন