পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় রমজান আলী (৬৫)
নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জানুয়ারী ) দুপুরে বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত রমজান আলী একই উপজেলার শন্তুরা পুকুরি এলাকার মৃত সরতুল্লাহর ছেলে। এবং সে বোদা উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক গ্রাম পুলিশ ছিলেন।
স্থানীয় ও পুলিশ জানায়, দুপুরে শন্তরাপুকুরী ফুলতলা এলাকায় রহমানের ভাটায় ইট তৈরিতে ব্যবহৃত মাটি বহন করছিলো একটি ট্রাক্টর। এদিকে ওই ট্রাক্টরের পিছন দিয়ে রমজান যাওয়ার সময় ট্রাক্টরটি, পিছনে বেগ দিলে তাকে ধাক্কা লাগলে ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাক্টরের ধাক্কায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন