বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আনোয়ারায় আবারো বন্য হাতির তাণ্ডব

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের আনোয়ারায় তিনটি বন্য হাতি লোকালয়ে এসে ঘর-বাড়িতে তাণ্ডব চালিয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার রাত ২ টার পর তিনটি বন্য হাতি উত্তর গুয়াপঞ্চক গ্রামে ডুকে মানুষের ক্ষেত-ফসলে তাণ্ডব চালায়। এসময় স্থানীয় দয়াল মল্লিকের বাড়ি-ঘরেও ভাঙচুর করে। হাতির পালটি দয়াল মল্লিকের ঘরে ডুকে আসবাবপত্র ভাঙচুর করেছে। এছাড়া হাতি রাতভর বাড়িগুলোর গাছপালা ভাঙে তছনছ করে।
বৈরাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান নোয়াব আলী বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার লোকজনের ঘুম নেই।
প্রতি রাতে মানুষের বসত বাড়িতে হানা দিচ্ছে হাতি। লোকজনের কষ্টের শেষ নেই। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম সিকদার জানান, হাতির হানায় বসতবাড়ি ক্ষতি হওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বনবিভাগকে জানানো হয়।
এ ব্যাপারে বাঁশখালী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণের ব্যাপারটি বেশ কিছু দিন ধরে চলছে। আমরা চেষ্ঠা করছি কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণ দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন