বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ধূমপানমুক্ত করার উদ্যোগ

ঢাকা নগর পরিবহন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

ঢাকা নগর পরিবহন বাস রুট পাইলটিং এর উদ্বোধনের পর থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাতা সংস্থা দি ইউনিয়নের সহায়তায় ডেভলপমেন্ট অ্যাক্টিভিটিস অফ সোসাইটি (ডাস), বাংলাদেশ সড়ক পরিবহন পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র সম্মিলিত উদ্যোগে গত শনিবার ঢাকা নগর পরিবহন এর বাসে ধূমপান বিরোধী স্টিকার লাগানোসহ ব্যানার প্রদর্শন করা হয়। এ সময় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)’র প্রধান নির্বাহী নীলিমা আখতার, ডিটিসিএ’র সাবেক প্রধান নির্বাহী খন্দকার রাকিবুজ্জামান, ঢাকা নগর পরিবহনের পক্ষে ট্রান্স সিলভা পরিবহনের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম এবং ডাসের পক্ষে তামাক নিয়ন্ত্রণ প্রকল্প’র প্রকল্প পরিচালক দোয়া বখ্শ শেখসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিটিসিএ’র প্রধান নির্বাহী নীলিমা আখতার ডাসের ধূমপান বিরোধী কার্যক্রমগুলোকে প্রশংসা করেন। তিনি উক্ত কাজের সাথে একাত্বতা ঘোষণা করার মাধ্যমে ঘাটারচর হতে কাঁচপুর পর্যন্ত নতুন বাস সার্ভিসের সকল বাসগুলিকে ধূমপানমুক্ত ঘোষণা করেন। ঢাকা নগর পরিবহনের পক্ষে ট্রান্স সিলভা পরিবহনের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম গাড়িতে সরকারি নির্দেশনায় ধূমপানমুক্ত স্থায়ী সাইনেজ লাগানোর নির্দেশ দেন এবং এ বিষয়ে ডাসের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি ঢাকা নগর পরিবহনের পাশাপাশি ট্রান্স সিলভাকে ধূমপানমুক্ত করবেন বলে আশ্বাস প্রদান করেন। ডাসের প্রকল্প পরিচালক দোয়া বখ্শ শেখ এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন