শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানে বদলে ফেলা হচ্ছে পিচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২২, ২:০৭ পিএম

ক্রিকেটের ধরন এখন বদলে গেছে৷ দর্শকরা চায় চার ছক্কার মার। দেখতে চায় পাওয়ার হিটিং। 
 
তবে উপমহাদেশের উইকেটগুলোতে দেখা যায় না এমনটি৷ তবে বিষয়টি নিয়ে এবার ভাবছে পাকিস্তান৷ 
 
আগামী ২৭ জানুয়ারি থেকে পাকিস্তানের লাহোর ও করাচিতে হবে পিএসএলের সপ্তম আসর। এই আসরের জন্য লাহোর ও করাচির কিউরেটরদের পাওয়ার হিটিং উপযোগী উইকেট বানানোর নির্দেশ দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। 
 
পাকিস্তানের মাটিতে হওয়া পিএসএলে রান পেতেই ব্যাটিং বান্ধব উইকেট বানানোর উদ্যোগ নিয়েছে দেশটি। আগে পিএসএল হতো আরব আমিরাতে৷ সেখানে ছুটত রানের ফোয়ারা। কিন্তু পাকিস্তানে নিয়ে আসার পর সেই রান ওঠছে না৷ 
 
দর্শকদের মন ভরাতে ও বিদেশের মাটিতে যেন ভালো করতে পারে সেই চিন্তা থেকেই পিসিবির এমন উদ্যোগ৷
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন