শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউটিউবে বাংলাদেশের প্রথম কার্টুন সিরিজ কার্টুন শো ঢাকা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশের একদল কিশোর ও তরুণ কার্টুনিস্টের স্কেচ বই, পেন্সিল ও আঁকিবুকি সৃষ্টির নেশায় খুব অল্পসময়েই দাঁড়িয়ে যায় ‘কার্টুনপিপল’ শিরোনামে একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকেই শুরু হয়েছে ‘কার্টুন শো ঢাকা’। এটি একটি ইউটিউব ভিডিও সিরিজ। এটাই বাংলাদেশের প্রথম কার্টুন আঁকাআঁকিসহ কার্টুন সংক্রান্ত অনেক কিছু নিয়ে ইউটিউব ভিত্তিক অনুষ্ঠান চ্যানেল। এর উদ্যোক্তা কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়। কার্টুনিস্ট তন্ময় বলেন, আমাদের দেশে যারা কমিক/কার্টুন আঁকাআঁকি করেন তাদের জন্য এমন একটা প্ল্যাটফর্মেও প্রয়োজন বোধ করেছিলাম অনেক আগেই। আমার কাছে অনেকেই একসঙ্গে কাজ করার আগ্রহ নিয়ে আসতেন। শুধু তাই নয়, একদম বেসিক থেকে আঁকা শিখতেও অনেকে অনলাইনে যোগাযোগ করেন, এমনকি অনলাইনেই শেখানোর জন্য অনুরোধও করেন!। কার্টুন আঁকা শিখতে ও সবাই একত্রে কাজ করে একে অপরের অভিজ্ঞতা, ভুল আর ঠিক থেকে নিজেকে আরো দক্ষ করে নিতে এতো উৎসাহ। অথচ এতদিন অনলাইনে বাংলাভাষায় এরকম আঁকাআঁকি শেখার মতো বেসিক বা এডভান্স টিউটোরিয়াল ধরণের কিছুই ছিল না। তাই এক দল কিশোর আর তরুণদের ভাবনা থেকেই এই কাজগুলো করার জন্য উঠে পড়ে লেগে যাই। আমাদের সবারই অদম্য আগ্রহ ও চেষ্টার ফলে সৃষ্টি হয়েছিল ‘কার্টুনপিপল’-এর। তার ধারাবাহিকতাতে ইউটিউব বেইসড ভিডিওসিরিজ ‘কার্টুন শো ঢাকা’। এই শোর প্রথম সিজনের এপিসোডগুলো বৃহস্পতিবার রাত প্রচার হবে একটা করে নতুন এপিসোড। আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করলেই এগুলো দেখা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন