শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অ্যাটর্নি জেনারেলসহ করোনা আক্রান্ত ২২ বিচারক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনা সংক্রমিত হয়েছেন। গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছি। দোয়া করবেন।
এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ বিচারক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।
পূর্বসুরী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করলে ২০২০ সালের ৮ অক্টোবর সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন