বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডাক্তার পদবি না লেখার চিঠি প্রত্যাহারের দাবি হোমিও চিকিৎসকদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০১ এএম

স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডা. পদবি ব্যবহার না করার চিঠি প্রত্যাহারের দাবি জানিয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি। সংগঠনের নেতারা দাবি করেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসা আইনের বিভিন্ন ধারা ও সরকারের নীতিমালা অনুযায়ী নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসকরা নামের পূর্বে ডাক্তার (ডা.) পদবী লেখার অধিকার রাখেন। এরপরেও স্বাস্থ্য অধিদফতর থেকে যে চিঠি জারি করা হয়েছে তা দুঃখজনক ও অনভিপ্রেত। ডা. পদবি ব্যবহার প্রসঙ্গে কোনো রকম কার্যক্রম গ্রহন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায়। হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটির আহ্বায়ক ডা. মো. সাখাওয়াত ইসলাম ভূঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সচিব ডা. শেখ মো. ইফতেখার উদ্দিন, হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার ও সচিব ডা. মো. জাহাঙ্গীর আলম, হোমিওপ্যাথিক মেডিসিন মেনুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি ডা. নুরুজ্জোহা, মহাসচিব ডা. মাহাবুব হাফিজ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন