শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে চীন ভূমিকা রাখছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর গতকাল প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনের অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার বজায় ছিল। প্রায় সব নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়েছে। অর্থনীতির পরিমাণ ১১৪ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে। যা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে।

গত বছর চীনের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। এটি বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক সত্ত্বাগুলোর মধ্যে সবচেয়ে বেশি। ফলে বিশ্বের কাছে চীনের অর্থনীতির নমনীয়তা ও প্রাণচাঞ্চল্য প্রমাণিত হয়েছে। সোমবার চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) এক সম্পাদকীয়তে এসব বলা হয়েছে। সম্পাদকীয়তে বলা হয়েছে, চীনের অর্থনীতির অব্যাহতভাবে পুনরুদ্ধার হচ্ছে, যার কারণ ছিল অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধি। এটি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৭৯ দশমিক ১ শতাংশ অবদান রেখেছে। তা চীনের বিশাল বাজারের সুবিধার বহিঃপ্রকাশ। একই সঙ্গে ভেতরের এবং বাইরের চাহিদা পরস্পরকে সহযোগিতা করেছে বলে চীনের অর্থনীতির পুনরুদ্ধার সহজ হয়েছে। অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানি বৃদ্ধি এবং বাইরের চাহিদার কারণে রফতানি বৃদ্ধি পেয়েছে।

সম্পাদকীয়তে আরো বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বা হিসেবে চীনের অর্থনীতি পুনরুদ্ধারে সারা বিশ্বে আস্থা ও নিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি, তা বিশ্বের জন্য সুযোগ-সুবিধাও প্রদান করেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান মতে, ২০২১ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রেখেছে। সূত্র : সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন