বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিরলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২২, ৪:৪৪ পিএম

দিনাজপুরের বিরলে ট্রলির নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, ১৭ জানুয়ারি সোমবার রাত ৮ টার দিকে বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপির দেওয়ানজি দিঘী উত্তরপাড়ার অজিম উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক আবুল কালাম (৪২) একই ইউপি’র মঙ্গলপুর বাজারে রোগী দেখা ও ঔষধ বিক্রি শেষে নিজ বাড়ীতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। তিনি দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের ধামইর ইউপির শিমুলতলা আদিবাসি পাড়া নামক স্থানে পৌছলে বোচাগঞ্জ থেকে ছেড়ে আসা ১টি ট্রলি পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রত পালিয়ে যায়। এতে পল্লী চিকিৎসক কালাম ঘটনাস্থলেই মারা যায়। এসময় যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন