শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে কম্পিউটারের দোকানে র‌্যাবের অভিযান পর্নোগ্রাফির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে পর্নোগ্রাফির অভিযোগে ১০টি কম্পিউটার দোকানের মালিক-কর্মচারীসহ ১৬ জনকে জরিমানা করে ১ লাখ ৬০ হাজার টাকা। গতকাল(রোববার ) দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর সিনেমা হলের সামনে হাবিব কমপ্লেক্সের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে মালিক-কর্মচারীসহ ১৬ জনকে আটক করে র‌্যাব-১০ এবং এসব দোকানের ১০টি কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করা হয় । পরে র‌্যাব ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ১৬জনের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে। জানা যায়, পর্নোগ্রাফির অভিযানে গতকাল রোববার সকাল ১১টার দিকে হাবিব কমপ্লেক্স ঘিরে ফেলে র‌্যাব-১০ এর সদস্যরা। মার্কেটটি মোবাইল বিক্রির জন্য খ্যাত। মার্কেটের অর্ধশতাধিক দোকান তল্লাশীর পর ১০ দোকান থেকে ১৬ জনকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে আটক প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, মার্কেটের বিভিন্ন দোকানের কম্পিউটার থেকে টাকার বিনিময়ে পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগ ছিলো। এভাবে পর্নোগ্রাফি বিক্রি করে একদিকে তারা লাভবান হচ্ছেন, অন্যদিকে যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন