শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চোরাই বাইক বিক্রির হোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য স্ত্রীসহ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

নগরীর ইপিজেডে চোরাই মোটরসাইকেল বিক্রির মূলহোতা চাকরিচ্যুত এক পুলিশ সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- ইপিজেড থানার আলী শাহর মো. আবু তাহেরের ছেলে মো. মামুন উর রশিদ (৪২) ও মামুনের স্ত্রী আকলিমা বেগম (৩৬)। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, চোরাই মোটরসাইকেলে পুলিশ স্টিকার লাগিয়ে কেনা-বেচার উদ্দেশে ইপিজেড এলাকায় অবস্থান করছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় মামুন ও তার স্ত্রী আকলিমাকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মামুন উর রশিদ পুলিশে চাকরি করতেন। অপরাধে জড়িয়ে পড়ায় তাকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে আরও বেশি অপরাধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে চোরাই মোটরসাইকেল কেনা-বেচা শুরু করেন। এসব চোরাই মোটরসাইকেলে পুলিশের স্টিকার লাগিয়ে দিতেন তিনি। তার সাথে চোরচক্রের বেশ কয়েকজন সদস্যের যোগাযোগ রয়েছে। তাদের মাধ্যমে চোরাই সাইকেল সংগ্রহ করে অবৈধভাবে কাগজপত্র তৈরি করে তা বিক্রি করতেন তারা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন