শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় কিশোর হত্যার রহস্য উদঘাটন, আটক ৩

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২২, ১২:০৯ পিএম

কুষ্টিয়ায় সাগর আহম্মেদ বিধান হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকান্ডে জড়িত তিনজনকে সোমবার (১৭ জানুয়ারি) বিকালে মঙ্গলবাড়ীয়া বাড়ি থেকে আটক করা হয়েছে। নিহত সাগর আহম্মেদ বিধান (১৭) কুষ্টিয়া জুগিয়া সবজি ফার্ম এলাকার আব্দুল গনির ছেলে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম জানান, ২৪ ঘণ্টার মধ্যে সাইবার ক্রামই ইউনিটের সহযোগিতায় তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, শাকিল (২৮), সাব্বির আহম্মেদ শান্ত (১৯), আনারুল ইসলাম (২৯)দের সাথে পাওনা টাকা ও প্রেমিকের সাথে প্রেম করায় তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে চলতি বছরের ৮ জানুয়ারি সকাল সাড়ে আটটার সময় মোটরসাইকেল ক্রয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে সাগর আহম্মেদ বিধানকে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা একটি নৌকায় তুলে নিয়ে তাদের সাথে থাকা কোমল পানির মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে সাগর আহম্মেদ বিধানকে খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। পরে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে রড দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে লাশের পায়ের সাথে বালুর বস্তা বেঁধে পদ্মা নদীতে ফেলে দেয়। সাগর আহম্মেদ বিধান নিখোঁজ হওয়ায় তার পিতা কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি দায়ের করেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) সকালে মিরপুর উপজেলার শামুখিয়া তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অজ্ঞাতনামা একটি কিশোরের লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন